বৃদ্ধা শ্যামাদাসী যখন বাড়ি থেকে বেরিয়েছিল চোত মাসের বেলা তখন খাড়াখাড়ি মাথার ওপর।যেমনি রোদ,তেমনি তার গা জ্বালানো তাপ।এমন একটা অসময়ে কেউ বাড়ি থেকে বেরোতে পারে তা ভাবতেই পারেনি দুখীরাম।দুখীরাম মানে দুখীরাম ঢালি।শ্যামাদাসীর প্রতিবেশী এই ছেলেটা একটু সময় পেলেই বাড়ি বয়ে...